লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় ঘরের মেঝেতে পাঁচ মাসের মেয়ে শিশু কান্না করছিল। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও মা-বাবা পলাতক আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতেই স্বামী আতিকুল ইসলামকে আসামি করে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেছেন গৃহবধূর বাবা। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহত মিতু আক্তার (২২) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকার মোহাম্মদ ইসলামের মেয়ে। তাঁর স্বামী আতিকুল ইসলাম (২৫) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকার বাসিন্দা। এই দম্পতির আতিকা নামের পাঁচ মাসের মেয়ে শিশু আছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে মিতু আক্তার ও আতিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সাংসারিক জীবন ভালোই চলছিল। গত ১৫ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরপর আতিকুল তাঁর সঙ্গে আর সংসার করবেন না জানিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করলে তাঁরা আবারও সংসার শুরু করেন।
গত ২০ সেপ্টেম্বর রাতে ফের স্বামী-স্ত্রীর মধ্যে চেঁচামেচি ও মারামারির শব্দ শুনতে পায় এলাকাবাসী। কিন্তু ঘরের দরজা বাইরে দিয়ে তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে শিশু আতিকার দীর্ঘক্ষণ কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় শিশুটি ঘরের মেঝেতে কান্না করছে আর মিতুর লাশ বিছানায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে আতিকুল তাঁর মা-বাবা পলাতক আছেন।
এ বিষয়ে মিতু আক্তারের বাবা মোহাম্মদ ইসলাম জানান, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যার পর স্বামী ও শ্বশুর-শাশুড়ি পালিয়েছেন। এ ঘটনায় গতকাল রাতেই তিনি আতিকুলকে আসামি করে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। বর্তমানে শিশু আতিকা তার হেফাজতে আছে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, অভিযোগ পর রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে