
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে। এই বাস্তবতায় বগুড়ায় গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বেড়েছে আত্মহত্যার ঘটনা, যা সমাজের গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। শুধু ২০২৫ সালেই জেলায় ৪১১ জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
মনোবিজ্ঞানীদের মতে, আত্মহত্যার প্রবণতা বাড়ার পেছনে একাধিক সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ রয়েছে। পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, প্রেমঘটিত হতাশা, আর্থিক অনিশ্চয়তা, বেকারত্ব, ঋণের চাপ এবং মাদকাসক্তি অন্যতম প্রধান কারণ। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার অভাব ও সামাজিক সচেতনতার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সায়েম বলেন, পারিবারিক, সামাজিক ও পরিবেশগত নানা কারণে আত্মহত্যার ঘটনা বাড়ছে। মূলত হতাশা থেকেই মানুষ এই চরম সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরও বলেন, সিজোফ্রেনিয়া, উদ্বেগ ও অন্যান্য মানসিক গোলযোগ আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। কারও মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গেলে বিষয়টি হালকাভাবে না নিয়ে দ্রুত মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিয়মিত কাউন্সেলিং এবং পরিবার ও সমাজের সমর্থন আত্মহত্যা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গণসচেতনতা বাড়ানো জরুরি বলেও মত দেন তিনি।
বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, উদ্বেগজনক পরিস্থিতি থেকে বের হতে ধর্মীয় দিক নির্দেশনা মেনে চলা জরুরি। প্রতিটি মসজিদে জুমার খুতবায় এ নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
চার বছরে আত্মঘাতী ১,৫১৮
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বগুড়া জেলায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে ৪১১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০০, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় ৩৭ জন করে, আদমদীঘিতে ৩৫ জন, শাজাহানপুর ও শেরপুরে ৩২ জন করে, ধুনটে ২৮ জন, সারিয়াকান্দিতে ২৭ জন, গাবতলীতে ২৬ জন, কাহালুতে ২১ জন, সোনাতলায় ২০ জন এবং নন্দীগ্রামে ১৬ জন রয়েছে।
গত কয়েক বছরের ধারাবাহিক বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪ সালে ৩৩৫ জন, ২০২৩ সালে ৩৮৭ জন এবং ২০২২ সালে ৩৮৫ জন আত্মহত্যা করেছে। অর্থাৎ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫১৮ জন এ পথ বেছে নিয়েছে।
বড় অংশ তরুণ ও কর্মক্ষম
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আত্মহত্যাকারীদের বড় অংশ তরুণ ও কর্মক্ষম বয়সী। অনেক ক্ষেত্রে পরীক্ষায় ব্যর্থতা, বেকারত্ব, পারিবারিক প্রত্যাশার চাপ কিংবা সামাজিক অপমান আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। নারীদের মধ্যে পারিবারিক নির্যাতন ও দাম্পত্য কলহ এবং পুরুষদের মধ্যে আর্থিক সংকট ও সামাজিক ব্যর্থতার অনুভূতি তুলনামূলকভাবে বেশি ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ আত্মহত্যার ঘটনা পূর্ব সতর্কসংকেত দেয়, কিন্তু তা উপেক্ষিত থেকে যায়। মানসিক চাপ, হতাশা, নিঃসঙ্গতা, আচরণগত পরিবর্তন বা মৃত্যুচিন্তার কথা প্রকাশ করলেও পরিবার ও সমাজ অনেক সময় বিষয়টিকে গুরুত্ব দেয় না।
সুশাসনের জন্য প্রচার অভিযানের সাধারণ সম্পাদক কে জি এম ফারুক বলেন, আত্মহত্যা রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন পরিবারভিত্তিক সচেতনতা, শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ব্যবস্থা জোরদার, সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহানুভূতির পরিবেশ তৈরি করা। একই সঙ্গে গণমাধ্যমে দায়িত্বশীল প্রতিবেদন ও সচেতনতামূলক প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষাবিদ ও বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে মানসিক চাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পড়াশোনা, পরীক্ষার ফল, পারিবারিক প্রত্যাশা এবং সামাজিক তুলনার চাপে অনেক শিক্ষার্থী ভেঙে পড়ছে। তিনি বলেন, আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সামাজিক সমস্যা। সময়মতো সহানুভূতিশীল মনোযোগ, মানসিক সহায়তা ও পারিবারিক বন্ধন জোরদার করা গেলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। বগুড়ায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা শুধু উদ্বেগ নয়, বরং এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় বিশ্বব্যাংক ও এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নালা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। যাচাই করা ও অনুমোদিত উপকরণের পরিবর্তে ভিন্ন মানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
২ ঘণ্টা আগে