Ajker Patrika

ফুলবাড়ীতে সেতুর ওপর পড়ে ছিল ভাঙারি ব্যবসায়ীর লাশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৯: ০৫
ফুলবাড়ীতে সেতুর ওপর পড়ে ছিল ভাঙারি ব্যবসায়ীর লাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে মেনহাজুল ইসলাম (৫০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গিহাট-রাঙামাটি সড়কের ফুলবাড়ী কোল্ডস্টোরেজসংলগ্ন মৎস্যপাড়া গ্রামের মাঝামাঝি ডারকি ডোবা সেতুর ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেনহাজুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

মেনহাজুলের স্ত্রী ফুলো বানু বলেন, তাঁর স্বামী ভাড়ায় চালিত একটি চার্জার ভ্যান নিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে পশ্চিম গৌরপাড়া এলাকার মকবুলের দোকানে বিক্রি করতেন। গতকাল রোববার দুপুরে ভাঙারি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত গভীর হলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন আজ সোমবার সকালে ফেসবুকে মেনহাজুলের লাশের ছবি দেখে এলাকাবাসী তাঁকে দেখালে তিনি গিয়ে লাশ শনাক্ত করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত