নীলফামারী প্রতিনিধি

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়।
এ ছাড়া কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাঁদের সকালেই কাজে যোগ দিতে হয়।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’
লোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’
এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’
চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়।
এ ছাড়া কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। বিশেষ করে রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরীর শ্রমিকদের কষ্ট বেড়েছে। তাঁদের সকালেই কাজে যোগ দিতে হয়।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’
লোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’
এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’
চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৮ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে