ঠাকুরগাঁও প্রতিনিধি

চোলাই মদের ব্যবসা বন্ধের দাবিতে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সাঁওতাল, ওঁরাও এবং মুসোহর সম্প্রদায়ের নারী ও শিশুরা গত কয়েক দিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
তাদের অভিযোগ, কিছুসংখ্যক পরিবার এখন বাণিজ্যিক ভিত্তিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করছে। এতে পুরুষদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং মাতাল পুরুষদের হাতে পরিবারে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। জেলার পাঁচ উপজেলায় প্রায় ৪০ হাজার সাঁওতাল, ওরাঁও, মুন্ডা ও মুসোহর জনগোষ্ঠীর বাস। তাঁদের বেশির ভাগই সাঁওতাল এবং ওঁরাও সম্প্রদায়ের।
কয়েক দিন ধরে সেখানে ১০-১২টি গ্রামের নারী, শিশু ও কিশোরীরা বিক্ষোভ সমাবেশ করছে। গত ১৮ আগস্ট রাতে শহরের কলেজপাড়া মহল্লার স্টিফান তির্কি নামে ওঁরাও জনগোষ্ঠীর এক সদস্য দুর্বৃত্তদের হাতে খুন হন। ঘটনাটি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের আহত করেছে।
গতকাল শুক্রবার বিক্ষোভের সময় নয়মী টপ্প নামে মধ্যবয়সী এক নারী চোখের পানি মুছে বলেন, ‘স্টিফান তির্কি তো চলেই গেছেন। কিন্তু তার দুই শিশুসন্তান ও স্ত্রী ভেরোনিকার এখন কী হবে? ভেরোনিকারা আর কত দিন এভাবে চোখের জল ফেলবে!’ জেসপিনা এক্কা নামে আরেকজন নারী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি স্বামী হারানোর যাতনা! ছেলেমেয়েকে নিয়ে কীভাবে যে দিন পার করছি, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে!’
‘জাতীয় আদিবাসী পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ শুরু হয়েছে।
ওরাঁও, সাঁওতালরা বিভিন্ন উৎসবের সময় ঘরে চোলাই মদ তৈরি করে পান করে। কিন্তু এখন বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছে। এটি একেবারেই ভিন্ন বলে দাবি করেছেন সামিয়েল মার্ডি নামে একজন।
তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করে বিক্রির ফলে ওরাঁও, সাঁওতাল গ্রামগুলোতে পুরুষদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে। ঘরে ঘরে মাতাল পুরুষদের হাতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।’
‘জাতীয় আদিবাসী পরিষদ’ ঠাকুরগাঁওয়ে জেলা সভাপতি জ্যাকব খালকো বলেন, ‘বিশেষ দিন বা উৎসবের সময় ঘরেই চোলাই মদ তৈরি করে তা পান করে ওরাঁও, সাঁওতালরা। তবে এই সুযোগে একশ্রেণির মতলববাজ আমাদের জনগোষ্ঠীর লোকদের সর্বনাশ করছে। নেশায় বুঁদ হয়ে থাকা ব্যক্তিদের জায়গা-জমি লিখে নিচ্ছে তারা। এ ছাড়া দুর্বলতার সুযোগ নিয়ে নারীদেরও ছাড় দিচ্ছে না।’
সামিয়েল মার্ডি অভিযোগ করে বলেন, এ জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরপুর গ্রামের সাঁওতাল গৃহবধূ বিউটি সরেনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার ঘটনা সবারই জানা। বিউটি সরেনকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। ভয়ে পরিবারটি ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘ঘরে চোলাই মদ তৈরি উপজাতিদের একটা ঐতিহ্য। এটা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তবে কেউ যদি নারী নির্যাতনের অভিযোগ করে, সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’

চোলাই মদের ব্যবসা বন্ধের দাবিতে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সাঁওতাল, ওঁরাও এবং মুসোহর সম্প্রদায়ের নারী ও শিশুরা গত কয়েক দিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
তাদের অভিযোগ, কিছুসংখ্যক পরিবার এখন বাণিজ্যিক ভিত্তিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করছে। এতে পুরুষদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং মাতাল পুরুষদের হাতে পরিবারে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। জেলার পাঁচ উপজেলায় প্রায় ৪০ হাজার সাঁওতাল, ওরাঁও, মুন্ডা ও মুসোহর জনগোষ্ঠীর বাস। তাঁদের বেশির ভাগই সাঁওতাল এবং ওঁরাও সম্প্রদায়ের।
কয়েক দিন ধরে সেখানে ১০-১২টি গ্রামের নারী, শিশু ও কিশোরীরা বিক্ষোভ সমাবেশ করছে। গত ১৮ আগস্ট রাতে শহরের কলেজপাড়া মহল্লার স্টিফান তির্কি নামে ওঁরাও জনগোষ্ঠীর এক সদস্য দুর্বৃত্তদের হাতে খুন হন। ঘটনাটি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের আহত করেছে।
গতকাল শুক্রবার বিক্ষোভের সময় নয়মী টপ্প নামে মধ্যবয়সী এক নারী চোখের পানি মুছে বলেন, ‘স্টিফান তির্কি তো চলেই গেছেন। কিন্তু তার দুই শিশুসন্তান ও স্ত্রী ভেরোনিকার এখন কী হবে? ভেরোনিকারা আর কত দিন এভাবে চোখের জল ফেলবে!’ জেসপিনা এক্কা নামে আরেকজন নারী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি স্বামী হারানোর যাতনা! ছেলেমেয়েকে নিয়ে কীভাবে যে দিন পার করছি, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে!’
‘জাতীয় আদিবাসী পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ শুরু হয়েছে।
ওরাঁও, সাঁওতালরা বিভিন্ন উৎসবের সময় ঘরে চোলাই মদ তৈরি করে পান করে। কিন্তু এখন বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছে। এটি একেবারেই ভিন্ন বলে দাবি করেছেন সামিয়েল মার্ডি নামে একজন।
তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করে বিক্রির ফলে ওরাঁও, সাঁওতাল গ্রামগুলোতে পুরুষদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে। ঘরে ঘরে মাতাল পুরুষদের হাতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।’
‘জাতীয় আদিবাসী পরিষদ’ ঠাকুরগাঁওয়ে জেলা সভাপতি জ্যাকব খালকো বলেন, ‘বিশেষ দিন বা উৎসবের সময় ঘরেই চোলাই মদ তৈরি করে তা পান করে ওরাঁও, সাঁওতালরা। তবে এই সুযোগে একশ্রেণির মতলববাজ আমাদের জনগোষ্ঠীর লোকদের সর্বনাশ করছে। নেশায় বুঁদ হয়ে থাকা ব্যক্তিদের জায়গা-জমি লিখে নিচ্ছে তারা। এ ছাড়া দুর্বলতার সুযোগ নিয়ে নারীদেরও ছাড় দিচ্ছে না।’
সামিয়েল মার্ডি অভিযোগ করে বলেন, এ জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরপুর গ্রামের সাঁওতাল গৃহবধূ বিউটি সরেনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার ঘটনা সবারই জানা। বিউটি সরেনকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। ভয়ে পরিবারটি ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘ঘরে চোলাই মদ তৈরি উপজাতিদের একটা ঐতিহ্য। এটা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তবে কেউ যদি নারী নির্যাতনের অভিযোগ করে, সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে