গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় স্ত্রী শেফালী খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মহসীন আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ওই ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছেন।
বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ শনিবার রাত ৮টার দিকে নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাড়ি থেকে গৃহবধূ শেফালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় নিহতের হাত থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুট মহসীনের লেখা বলেই মনে করা হচ্ছে। নিজের ওপর থেকে সন্দেহ সরাতে তিনি ওই কাজ করেন।’
অভিযোগ ওঠা স্বামী মহসীন আলীর বাড়ি (২৭) নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, চার বছর আগে মহসীনের সঙ্গে গাইবান্ধার মোল্লাপাড়ার মৃত কাদের মোল্লার মেয়ে শেফালীর বিয়ে হয়। মহসীন কোনো কাজকর্ম করতেন না। পারিবারিকভাবে অসচ্ছলতার কারণে বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। পাশাপাশি শেফালীর কোনো সন্তান না হওয়ায় মহসীন ক্ষুব্ধ ছিলেন। আজ সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে মহসীন ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন শেফালীকে। পরে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করতে লাশ ঝুলিয়ে রাখেন মহসীন।
স্থানীয়দের অভিযোগ, ঝুলন্ত অবস্থায় থাকা শেফালীর হাতে একটি চিরকুট ছিল। তাতে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কারও কোনো দোষ নেই।’ এই ঘটনা প্রতিবেশীদের জানিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মহসীন।
এদিকে খবর পেয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সাদুল্লাপুর থানায় আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “এটি একটি খুনের ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত ছিলেন স্বামী। তিনি স্ত্রীকে চারিত্রিকভাবে সন্দেহ করতেন। এ ছাড়া স্ত্রী ‘কুফরি কালাম’ করত, যা মহসীনের পছন্দ ছিল না। এসব কারণে তিনি স্ত্রীকে হত্যা করেন। তবে পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে। ”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১২ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগে