রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুবিয়া বেগম (৫৫)। তিনি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়াকে বাড়ির উঠানে চুলার পাশে অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী মুন্নী বেগম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়।
এদিকে রমেক হাসপাতালে চিকিৎসকেরা রুবিয়ার ঝলসে যাওয়া শরীর দেখে বেঁচে থাকার সম্ভাবনা নেই জানালে তাঁকে সকাল ৯টার দিকে বাড়িতে নেওয়া হয়। এরপর তিনি মারা যান। রুবিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলেও জানায় সূত্র।
প্রতিবেশী মুন্নী বেগম বলেন, ‘সকালে রুবিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চুলার পাশে দগ্ধ অবস্থায় পড়ে আছেন। আশপাশের লোকজন এসে আগুন নিভায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’ রুবিয়ার স্বামী আব্দুস সামাদ বলেন, ‘তিন বছর ধরে বউ অসুস্থ। ঘুম থাকি উঠি বউকে বাড়িতে থুইয়া বাজার গেছুন চা খাবার। আসি শোনোং চুলার আগুনোত পুড়ি
গেইছে। হাসপাতালোত নিয়াও বাঁচার পানু না।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুবিয়া বেগম (৫৫)। তিনি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়াকে বাড়ির উঠানে চুলার পাশে অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী মুন্নী বেগম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়।
এদিকে রমেক হাসপাতালে চিকিৎসকেরা রুবিয়ার ঝলসে যাওয়া শরীর দেখে বেঁচে থাকার সম্ভাবনা নেই জানালে তাঁকে সকাল ৯টার দিকে বাড়িতে নেওয়া হয়। এরপর তিনি মারা যান। রুবিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলেও জানায় সূত্র।
প্রতিবেশী মুন্নী বেগম বলেন, ‘সকালে রুবিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চুলার পাশে দগ্ধ অবস্থায় পড়ে আছেন। আশপাশের লোকজন এসে আগুন নিভায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’ রুবিয়ার স্বামী আব্দুস সামাদ বলেন, ‘তিন বছর ধরে বউ অসুস্থ। ঘুম থাকি উঠি বউকে বাড়িতে থুইয়া বাজার গেছুন চা খাবার। আসি শোনোং চুলার আগুনোত পুড়ি
গেইছে। হাসপাতালোত নিয়াও বাঁচার পানু না।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২২ মিনিট আগে