
নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের কহিনুর ইসলামের দুই ছেলে রুজু মিয়া (১৯) ও রাজু আহমেদ (২৩), মনোয়ার ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৫) ও মুশরুত বটতলা গ্রামের মৃত মুকুল ইসলামের ছেলে আল আমীন (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁরা কানাডার ভিসা দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছে বিভিন্নভাবে প্রতারণা করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা করেন।
এর জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের জানান, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশের ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে লোভনীয় অফার দিয়ে ভিডিও বানিয়ে বুস্টিং করে। পরে বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিরা তাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিকেলে চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩০ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে