Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে, দেনমোহর ৯ লাখ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে, দেনমোহর ৯ লাখ টাকা

দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ, নেই বৃষ্টি। পুড়ছে উত্তরের জনপদগুলো। মানুষের উঠছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে—সেই বিশ্বাস থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য করে মেঘ ও বৃষ্টি নামে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় এ বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানোও হয়েছে।

ঠাকুরগাঁওয়ে দুই নারীর হাতে বর ও কণে ব্যাঙসরেজমিনে দেখা গেছে, হলুদ বাটা ও দল বেঁধে বিয়ের গীত গাওয়া হচ্ছে। সঙ্গে ইজাব-কবুলের আয়োজনও। তবে এসবের কোনোটাই মানুষের বিয়ের জন্য নয়। বৃষ্টির আশায় ঘটা করে দুটি ব্যাঙের বিয়েকে ঘিরেই এত আয়োজন। ইসলামি রীতির এ বিয়ে দেখতে নারী-পুরুষের ঢল নামে। 

আয়োজকেরা জানান, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। তাই ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বাংলার লোকজ বিশ্বাসের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত