কুড়িগ্রাম প্রতিনিধি

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রামের রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মামলা ও গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সহযোগী সবুজ আহমেদের বাড়ি একই গ্রামে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এ ছাড়া তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেন। ওই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক সম্প্রতি ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর সহযোগী সবুজ আহমেদকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতেন। তবে রাজনৈতিক পদ পেয়ে কখনো চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রামের রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মামলা ও গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সহযোগী সবুজ আহমেদের বাড়ি একই গ্রামে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এ ছাড়া তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেন। ওই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক সম্প্রতি ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর সহযোগী সবুজ আহমেদকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতেন। তবে রাজনৈতিক পদ পেয়ে কখনো চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৯ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে