কুড়িগ্রাম প্রতিনিধি

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে