পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৮ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে