পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে