সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় রহিমা বেগম (৫৫) নামের এক অটো ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম ওই ইউনিয়নের পশ্চিম মনমথ গ্রামের আনজু মিয়ার স্ত্রী। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয় এবং গুরুতর আহত অটো ভ্যান চালককে হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি ফিলিং স্টেশন এলাকা থেকে অটো ভ্যানটি রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় রংপুরগামী ঘাতক ওই ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটো ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রহিমা বেগমের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন অটো ভ্যান চালক আ. হালিম মন্ডল (৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত আ. হালিম মন্ডল ওই ইউনিয়নের রামধন গ্রামের আ. জলিল মন্ডলের ছেলে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান দুর্ঘটনায় নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ সময় ড্রাইভার পালিয়ে যায়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে