নীলফামারী প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে