
সপ্তাহে ৫ দিন ‘মিড ডে মিল’ ব্যবস্থা করা দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে নিজ কার্যালয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানের হাতে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং পুষ্টিকর খাবার তুলে দেন ইউএনও তাজ উদ্দিন।
এর আগে ৭ নভেম্বর বিদ্যালয়ের এমন উদ্যোগ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে ‘শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সপ্তাহে ৫ দিন ‘‘মিড ডে মিল’’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের একার পক্ষে এই আয়োজনের ব্যয় বহন করা কষ্টসাধ্য। এতে উপজেলা প্রশাসন সহায়তা করায় ইউএনওকে ধন্যবাদ। আরও সহায়তা পেলে এই আয়োজন বৃদ্ধি করা সম্ভব।’
এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্ব-উদ্যোগে এমন ইতিবাচক কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। যেন সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার যে কোনো ইতিবাচক পরিবর্তন করা সম্ভব হয়।’
উল্লেখ্য, স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়নে খানসামা উপজেলার দলি গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। নিজ উদ্যোগেই এই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সপ্তাহে রোববার থেকে বুধবার ডিম কিংবা পুষ্টিসমৃদ্ধ অন্য খাবার এবং প্রতি বৃহস্পতিবার খিচুড়ি খাওয়ানো হয়। সপ্তাহে ৫ দিন শিক্ষকদের এমন উদ্যোগে স্কুলে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩০ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে