
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। এবার প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শিক্ষক দম্পতি কাওলাদ হোসেন ও তাসনিম আরা মীমের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রাইভেট চলাকালে সহপাঠীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষে থেকে বের করে দেওয়া হয় ওই শিক্ষার্থীকে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিক্ষক দম্পতির বিরুদ্ধে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওই কলেজের অধ্যক্ষ ও দিনাজপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই রিয়াদ হাসান।
অভিযুক্ত কাওলাদ হোসেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক ও তাসনিম আরা মীম একই কলেজের জীববিজ্ঞানের শিক্ষক। তাঁরা দুজন স্বামী-স্ত্রী।
অভিযোগ উঠেছে, রিয়াদ হাসানের বোন ওই কলেজের একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী তাসনিম আরা মীমের কাছে জীববিজ্ঞান প্রাইভেট পড়েন। সেই সুবাদে শিক্ষক তাসনিম আরা মীম ওই শিক্ষার্থীকে তার স্বামী কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়তে বাধ্য করান। কিছুদিন কাওলাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়ে বাদ দেয় ওই শিক্ষার্থী। আর এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে প্রাইভেট চালাকালীন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর ভাই রিয়াদ হাসান বলেন, ‘এরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে জোরপূর্বক জিম্মি করে প্রাইভেট পড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাওলাদ হোসেন বলেন, ‘প্রাইভেট পড়বে না ভালো কথা। তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যেহেতু অভিযোগ করেছে সেহেতু তদন্ত হোক।’
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান আনিস বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই কলেজের সভাপতি নাজির হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগে এই কলেজের শিক্ষক সুমন ও সাদেকুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ ওঠে। তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ছাড়া সম্প্রতি এই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের নেমপ্লেট ভাঙচুর করে শিক্ষকেরা। ভাঙচুরের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় শিক্ষকেরা।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে