
ঠাকুরগাঁও সদরে একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উড়ে আসা কালিতে আশপাশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জগন্নাথপুর ইউনিয়নে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার (ইপিভি) ঠাকুরগাঁও লিমিটেড নামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। চার বছর ধরে এ কেন্দ্র থেকে নির্গত কালি আশপাশে ছড়িয়ে বাড়িঘরের টিনের চালে আস্তরণ তৈরি করেছে। এতে টিনে মরিচা ধরে ফুটো হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, গাছপালা ও ফসলের খেতেও কালির আস্তরণ জমেছে। এ পরিস্থিতিতে তিন গ্রামের প্রায় ১ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগী আলম হোসেন ও আলতাফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বাড়ির টিনের চাল নষ্ট হয়েছে, ফসলের উৎপাদন কমেছে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তাঁরা ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাননি।
এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা বিদ্যুৎকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে কেন্দ্রের ফটকে ধাক্কা দিলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের নাম ও ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা সোয়া ১টার দিকে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
ওসি শহিদুর বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এরপর তাঁরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরেছেন।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে