রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে