Ajker Patrika

ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮: ৪৬
ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

চলাচলের জন্য একটি সড়ক নির্মাণের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বটতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামের শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের গ্রামে চলাচলের কোন রাস্তা নাই। অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা না থাকায় নিজেদের উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে বহন করতে হয়। পরিবারের কেউ মারা গেলে লাশের খাটিয়া বের করতে পারি না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। দীর্ঘদিন ধরে জোলাপাড়া গ্রামের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রনো, জয়নুল আবেদিন, রিপন সরকার, ইউপি সদস্য রঞ্জু প্রামাণিক, ইউপি সদস্য আক্কাস আলী, সাবেক ইউপি সদস্য গোলাম আজম চুনু প্রমুখ।

বক্তারা, গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বেতুয়ান জোলাপাড়ার মধ্য দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত