নাটোর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। আইটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে ভারত সরকার। বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইটি খাতে যৌথভাবে কাজ করা হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে ভারত।’
আজ রোববার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘উভয় দেশের মধ্যকার অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুত্বের কারণে ভারত সরকার বার্ষিক বিনিয়োগের এক-চতুর্থাংশ বাংলাদেশে বিনিয়োগ করে। ভবিষ্যতে এই বিনিয়োগের আওতা ও পরিধি বহু গুণে বাড়বে। ভারত বাংলাদেশের উন্নয়নে গর্বিত অংশীদার।’
হাইটেক পার্ক উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ সম্পন্ন হলে প্রতিবছর এক হাজার প্রশিক্ষিত তরুণ-তরুণী ঘরে বসে ইউরোপ-আমেরিকার মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। এ লক্ষ্যে সর্বাধুনিক অবকাঠামোসহ একটি উন্নতমানের ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’
পলক বলেন, ‘সরকারের লক্ষ্য তরুণ প্রজন্ম যেন উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে। এ লক্ষ্য সামনে রেখে সরকার দক্ষ জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্বারোপ করছে। তরুণ প্রজন্মই চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবোটিকস, আইওটিসহ সাইবার সিকিউরিটি টুলস তৈরি ও রপ্তানি করবে।’
অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করবে এই হাইটেক পার্ক।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক কে এ এম ফজলুল হক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। আইটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে ভারত সরকার। বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইটি খাতে যৌথভাবে কাজ করা হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে ভারত।’
আজ রোববার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘উভয় দেশের মধ্যকার অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুত্বের কারণে ভারত সরকার বার্ষিক বিনিয়োগের এক-চতুর্থাংশ বাংলাদেশে বিনিয়োগ করে। ভবিষ্যতে এই বিনিয়োগের আওতা ও পরিধি বহু গুণে বাড়বে। ভারত বাংলাদেশের উন্নয়নে গর্বিত অংশীদার।’
হাইটেক পার্ক উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ সম্পন্ন হলে প্রতিবছর এক হাজার প্রশিক্ষিত তরুণ-তরুণী ঘরে বসে ইউরোপ-আমেরিকার মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন। এ লক্ষ্যে সর্বাধুনিক অবকাঠামোসহ একটি উন্নতমানের ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’
পলক বলেন, ‘সরকারের লক্ষ্য তরুণ প্রজন্ম যেন উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে। এ লক্ষ্য সামনে রেখে সরকার দক্ষ জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্বারোপ করছে। তরুণ প্রজন্মই চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবোটিকস, আইওটিসহ সাইবার সিকিউরিটি টুলস তৈরি ও রপ্তানি করবে।’
অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করবে এই হাইটেক পার্ক।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক কে এ এম ফজলুল হক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে