Ajker Patrika

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫: ৫৮
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই শিশু হলো চর সাতবাড়িয়া এলাকার মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, শুক্রবার দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুপুর ২টা পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, এই স্টেশনে দুটি ডুবুরি দল রয়েছে। একটি দল চাঁপাইনবাবগঞ্জে এবং অন্যটি রাজশাহীতে কাজ করছে। নিখোঁজদের উদ্ধার করা পর্যন্ত অভিযান চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত