ঈশ্বরদী (পাবন) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ।
মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার ঈশ্বরদীতে কৃষক সকালে ঘুম থেকে উঠে নিজের কলাবাগানে গিয়ে দেখেন প্রতিটি গাছ কাটা। রাতে কে বা কারা তাঁর ১৫০০ কলাগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া দক্ষিণপাড়া মাঠের জমিতে।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লক্ষ্মীকুন্ডা চর কুরুলিয়া গ্রাম। এ গ্রামের শাখা নদী পেরিয়ে বিরান মাঠে আলাউদ্দিন মালিথার কলাবাগান। এখানেই তিনি পাঁচ বিঘা জমি ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে কলার চাষ করেছিলেন। কলা চাষাবাদে তাঁর আরও দেড় টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে বাগান পরিচর্যার খরচ।
মামলার এজাহার ও স্থানীয়রা বলছে, চর কুরুলিয়া গ্রামের জমিতে এবারই প্রথম কলার আবাদ করেন কৃষক আলাউদ্দিন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘সকালে গিয়ে দেখি বাগানের ১৫০০ কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো নিচে পড়ে আছে। এসব কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। সাধারণ মানুষ এমন জঘন্য অপরাধ করবে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল রোববার মোংলা ঘাট থেকে সুন্দরবনের করমজল ও বনের অন্যান্য এলাকায় চলাচলকারী পর্যটকবাহী ট্রলার ও জালিবোটকে নৌপরিহবন মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় আনতে অভিযান চালানো হয়।
৯ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামি মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের খাস কামরায় জবানবন্দি দেন আসামি।
১২ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
১৯ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
৩২ মিনিট আগে