জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া-দর্শনা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় বুপ্রেনরপিন ইনজেকশন ভারত থেকে বাংলাদেশে পাচার করেন। সে সময় পাঁচবিবি উপজেলার চেঁচরা গ্রামে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪০টি নেশাজাতীয় ইনজেকশনসহ ফরহাদ আলীকে আটক করে। এ ঘটনায় পরদিন পাঁচবিবি থানায় একটি মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে