বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘরের বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবাকর গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা যায়। জাহিদুল পেশায় একজন দরজি ছিলেন।
এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে মিরাজুল ইসলাম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও হৃদ্রোগে ভুগছিলেন। সকালে স্বাভাবিক অবস্থায় তিনি বাসা থেকে বের হন। ডিসি অফিসে সরকারি ঘরের কাজ বিষয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ‘বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়, একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে আমি একজন ডাক্তারকে সেখানে পাঠাই। তিনি জানান যে লোকটি মারা গেছেন।’
জেলা প্রশাসক মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ডাক্তার ও পুলিশকে খবর দিই। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে জাহিদুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে