নওগাঁর নিয়ামতপুরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগে বাবা ও ছেলেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিনকুড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে মো. নাঈম ইসলাম (২২)।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনকুড়ি মোড়ের পাশে একটি ছোট জলাশয়ে ভবন নির্মাণের জন্য ভিত স্থাপন করছিলেন নজরুল ইসলাম ও তাঁর ছেলে। স্থানীয়রা বাধা দিলেও তারা শোনেননি। পরে ভূমি অফিসে অভিযোগ জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বাবা–ছেলেকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করে আসছিলেন। অভিযান পরিচালনা করে তাঁদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে