
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে ভোটগ্রহণের দিন সহিংসতা এবং পুলিশভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কমলাবাড়ী এলাকায় ফারজানার বাড়িতে আগুন দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম।
স্থানীয়রা জানান, রাত ১১টার পর কে বা কারা চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্য আগুনে বাড়ির সামনে একটি গ্যারেজে থাকা মালামাল পুড়ে যায়।
কমলাবাড়ী গ্রামের বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, ‘হঠাৎ শব্দ পেয়ে বাইরে এসে দেখি বাড়িটিতে আগুন জ্বলছে। সেখানে গাড়ি রাখার জন্য গ্যারেজে সাইকেল, ডেকোরেটরের চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা পারভীনের মেয়েজামাই আতিকুর রহমান রাসেল বলেন, ‘আমার শাশুড়ি এবং শ্বশুর দুজনই এখন জেলে আছেন। আমি আর আমার স্ত্রী দুজনেই নওগাঁ শহরে থাকি। ওই বাড়িতে কেউ নেই। এই সুযোগে রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে।’
পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ রায়হান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার পর আমরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বাড়ির অনেক আসবাবপত্র পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, ‘আগুন লাগার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বুধবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার রাতেই ফারজানা পারভীন, তাঁর স্বামী মতিউর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় ফারজানাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে