পাবনা প্রতিনিধি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেলেন বাংলাদেশি জন্মসনদ। সনদ অনুযায়ী তিনি জন্মসূত্রে পাবনা জেলার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পাবনা জেলা প্রশাসক।
জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে এই ভুয়া জন্মসনদটি ইস্যু করা হয় বলে জানা গেছে। আর কীভাবেই বা এই অপকর্মটি হলো তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
সনদটিতে দেখা গেছে, ২০০৭ সালের ১ জানুয়ারি জন্মনিবন্ধন সনদটি ইস্যু করা হয়েছে। যেখানে নিবন্ধিত ব্যক্তি নাম হিসেবে রয়েছে জাস্টিন ট্রুডো, পিতা-পিয়েরে ট্রুডো, মাতা-মার্গারেট ট্রুডো। জন্ম তারিখ-২৫ ডিসেম্বর ১৯৭১। জন্মসনদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে ১৯৭১৭৬১৮৩১৭০৩৫৫০৯।
অনুসন্ধানে জানা গেছে, এ জন্মসনদের প্রথম চারটি ডিজিট ছিল ২০০৪। সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ১৯৭১। জন্মনিবন্ধনটির আসল মানুষের নাম আজিজুল। সেখানে দেওয়া হয়েছে জাস্টিন ট্রুডো। ১৯ মার্চ রাত ৯টা ৫১ মিনিটে পেমেন্ট হয়েছে। ৯টা ৫২ মিনিটে রিসিভ হয়েছে এবং রাত ৯টা ৫৪ মিনিটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি অনুমোদন (অ্যাপ্রুভ) করেছেন।
স্থানীয় সূত্র বলছে, ২০২৩ বছরের শেষের দিকে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এর পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসানের ছত্রচ্ছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন টাকার বিনিময়ে যে কারও নামে জন্মনিবন্ধন সনদ বানিয়ে দেওয়ার। এ বিষয়ে জানতে নিলয় পারভেজ ইমনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে ইউপি সচিব আওলাদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মনিবন্ধন সার্ভারের ইউজার ন্যাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় কীভাবে পেল কিছুই বুঝতে পারছি না। সে হ্যাকার হিসেবেও দক্ষ বলে শুনেছি। সে যে কোনোভাবে ইউজার ন্যাম ও পাসওয়ার্ড হ্যাক করে এসব অনিয়ম করেছে। আমি এসব ঘটনার কিছুই জানি না। আমার কোনো দোষ নেই। এখন স্যাররা তদন্ত করলে সব জানা যাবে।’
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কম্পিউটার অপারেটর নিলয় কীভাবে এই ভুয়া কাজটি করল, বলতে পারছি না। সেটাই এখন ভাবার বিষয় যে ১৯ মার্চ রাতে আবেদন করা হলো, আবার কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ দেওয়া হলো, কীভাবে। ইউএনও স্যারও তো অ্যাপ্রুভ করেন নাই। এখন নিলয় হ্যাক করেও এসব করতে পারে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দায় এড়াতে পারি না। এড়ানোর সুযোগ নেই। এখন দেখা যাক, তদন্তে কী হয়। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছ থেকে ওই জন্মসনদটির অ্যাপ্রুভ যায়নি। এখন কীভাবে হলো সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তদন্ত শেষে জানানো যাবে।’
পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জানার পর বৃহস্পতিবার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমানকে ঘটনা তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেলেন বাংলাদেশি জন্মসনদ। সনদ অনুযায়ী তিনি জন্মসূত্রে পাবনা জেলার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পাবনা জেলা প্রশাসক।
জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে এই ভুয়া জন্মসনদটি ইস্যু করা হয় বলে জানা গেছে। আর কীভাবেই বা এই অপকর্মটি হলো তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
সনদটিতে দেখা গেছে, ২০০৭ সালের ১ জানুয়ারি জন্মনিবন্ধন সনদটি ইস্যু করা হয়েছে। যেখানে নিবন্ধিত ব্যক্তি নাম হিসেবে রয়েছে জাস্টিন ট্রুডো, পিতা-পিয়েরে ট্রুডো, মাতা-মার্গারেট ট্রুডো। জন্ম তারিখ-২৫ ডিসেম্বর ১৯৭১। জন্মসনদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে ১৯৭১৭৬১৮৩১৭০৩৫৫০৯।
অনুসন্ধানে জানা গেছে, এ জন্মসনদের প্রথম চারটি ডিজিট ছিল ২০০৪। সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ১৯৭১। জন্মনিবন্ধনটির আসল মানুষের নাম আজিজুল। সেখানে দেওয়া হয়েছে জাস্টিন ট্রুডো। ১৯ মার্চ রাত ৯টা ৫১ মিনিটে পেমেন্ট হয়েছে। ৯টা ৫২ মিনিটে রিসিভ হয়েছে এবং রাত ৯টা ৫৪ মিনিটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি অনুমোদন (অ্যাপ্রুভ) করেছেন।
স্থানীয় সূত্র বলছে, ২০২৩ বছরের শেষের দিকে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এর পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসানের ছত্রচ্ছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন টাকার বিনিময়ে যে কারও নামে জন্মনিবন্ধন সনদ বানিয়ে দেওয়ার। এ বিষয়ে জানতে নিলয় পারভেজ ইমনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে ইউপি সচিব আওলাদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মনিবন্ধন সার্ভারের ইউজার ন্যাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় কীভাবে পেল কিছুই বুঝতে পারছি না। সে হ্যাকার হিসেবেও দক্ষ বলে শুনেছি। সে যে কোনোভাবে ইউজার ন্যাম ও পাসওয়ার্ড হ্যাক করে এসব অনিয়ম করেছে। আমি এসব ঘটনার কিছুই জানি না। আমার কোনো দোষ নেই। এখন স্যাররা তদন্ত করলে সব জানা যাবে।’
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কম্পিউটার অপারেটর নিলয় কীভাবে এই ভুয়া কাজটি করল, বলতে পারছি না। সেটাই এখন ভাবার বিষয় যে ১৯ মার্চ রাতে আবেদন করা হলো, আবার কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ দেওয়া হলো, কীভাবে। ইউএনও স্যারও তো অ্যাপ্রুভ করেন নাই। এখন নিলয় হ্যাক করেও এসব করতে পারে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দায় এড়াতে পারি না। এড়ানোর সুযোগ নেই। এখন দেখা যাক, তদন্তে কী হয়। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছ থেকে ওই জন্মসনদটির অ্যাপ্রুভ যায়নি। এখন কীভাবে হলো সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তদন্ত শেষে জানানো যাবে।’
পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জানার পর বৃহস্পতিবার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমানকে ঘটনা তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৪ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৯ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১৪ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৭ মিনিট আগে