নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
নিহত রুহুল আমিন সুকাশ ইউনিয়নের দোসোপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।
রামেকের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওয়ার্ড মাস্টার বলেন, আজ ভোরে রুহুল আমিন মারা যান। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন মারা গেছেন বলে শুনেছি। তবে রাজপাড়া থানা থেকে এখনো আমাদের বিষয়টি জানানো হয়নি।
উল্লেখ্য, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তাঁর কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে আফতাব নামে একজনকে কোপানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
নিহত রুহুল আমিন সুকাশ ইউনিয়নের দোসোপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।
রামেকের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওয়ার্ড মাস্টার বলেন, আজ ভোরে রুহুল আমিন মারা যান। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন মারা গেছেন বলে শুনেছি। তবে রাজপাড়া থানা থেকে এখনো আমাদের বিষয়টি জানানো হয়নি।
উল্লেখ্য, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তাঁর কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে আফতাব নামে একজনকে কোপানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে