ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে