ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
২ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৭ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে