ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৭ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৭ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে