Ajker Patrika

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সিরাজগঞ্জের তাড়াশে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে ছাত্র-ছাত্রীরা। আজ সকালে উপজেলার তালম ইউনিয়নের গোস্তা আলীম মাদ্রাসা চত্বরে শিক্ষক আজাহার আলীর বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-ছাত্রীরা।

লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেছেন, তার মেয়ে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোস্তা আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার জন্ম তারিখ ২০১০ সালের ১ জানুয়ারি। কিন্তু মাদ্রাসার সহকারী শিক্ষক আজাহার আলী তার মেয়ের বয়স ১/১/২০০৫ বাড়িয়ে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ইউনিয়ন পরিষদে যান জন্মনিবন্ধন সার্টিফিকেট তোলার জন্য। ইউনিয়ন পরিষদ সচিব অধ্যক্ষের স্বাক্ষর জাল বুঝতে পেরে অধ্যক্ষকে ফোন করে এবং জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষক আজাহার আলী তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং পারিবারিকভাবে বিয়ে জন্য কোথাও থেকে প্রস্তাব আসলে প্রস্তাবকারীদের কু-কথা বলেন। এই ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

শিক্ষক আজাহার আলীর বিচার দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশগোস্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক আজাহার আলীর বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ওই শিক্ষকের বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র-ছাত্রীরা। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যদের নিয়ে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে গোস্তা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আতিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে শিক্ষক আজাহার আলীর মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত