রাজশাহীর বাগমারা থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর সহায়তায় ফরিদপুর সদর উপজেলার শরীয়ত উল্লাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তার আসামির নাম শরিফ হোসেন (২০)। বাগমারার জয়পুর গ্রামে তার বাড়ি। বাবার নাম আবদুল হাকিম।
বাগমারার জয়পুর গ্রামের বৃদ্ধ গহের আলীকে (৬৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শরিফ। গত ৫ মে রাতে জয়পুর গ্রামে ওই খুনের ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, গত ৫ মে জয়পুর এলাকায় রাসেল নামে এক যুবকের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নিহত গহের আলীর নাতি মোটরসাইকেল মেকানিক মো. রাজু (১৮)। রাসেল তাকে তার মোটরসাইকেলটি মেকানিককে মেরামত করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু রাজু মোটরসাইকেল মেরামত করতে চাননি।
এতে ক্ষিপ্ত হয়ে শরিফ হোসেন ও তার বাবা আবদুল হাকিম মেকানিক রাজুকে হাতুড়িপেটা করেন। রাজুর চিৎকারে পাশেই দোকানে বসে থাকা তার দাদা গহের আলী তাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই গহের আলীর মৃত্যু হয়। এ নিয়ে নিহত গহের আলীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এই মামলা হওয়ার পর র্যাব ছায়াতদন্ত করছিল। গত ১৩ মে বিকেলে র্যাব সদস্যরা রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে হাকিমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি শরিফকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হয়।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে