বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’

বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে