জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দানেজপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন জুলফিকার আলী ভুট্ট (৫৫), মাহিন (২৮), সোহাগ (২৩), আরিফুল ইসলাম (২৮) ও দীপন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কৃত নেতা শামিম হোসেন গ্রুপের পাঁচবিবি থানা বিএনপির নেতা হারুন ওরফে দীপনকে মারধর করে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম গ্রুপের লোকজন। এ ঘটনায় দীপন গুরুতর আহত হওয়ায় ওই দিন রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলাম ডালিম তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের ধানের চাতালে আলোচনায় বসেন।
এদিকে সোমবারের ঘটনার জের ধরে সন্ধ্যায় সাইফুল ইসলাম ডালিম ও শামিম হোসেন মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
আজ বুধবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, দুই গ্রুপের সংঘর্ষে পাঁচবিবিতে গতকাল সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে গতকাল দিবাগত রাতে রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দানেজপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন জুলফিকার আলী ভুট্ট (৫৫), মাহিন (২৮), সোহাগ (২৩), আরিফুল ইসলাম (২৮) ও দীপন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কৃত নেতা শামিম হোসেন গ্রুপের পাঁচবিবি থানা বিএনপির নেতা হারুন ওরফে দীপনকে মারধর করে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম গ্রুপের লোকজন। এ ঘটনায় দীপন গুরুতর আহত হওয়ায় ওই দিন রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলাম ডালিম তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের ধানের চাতালে আলোচনায় বসেন।
এদিকে সোমবারের ঘটনার জের ধরে সন্ধ্যায় সাইফুল ইসলাম ডালিম ও শামিম হোসেন মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
আজ বুধবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, দুই গ্রুপের সংঘর্ষে পাঁচবিবিতে গতকাল সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে আসবাব, চেয়ারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে গতকাল দিবাগত রাতে রাবিউল ইসলাম রকি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে