জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটির বাঁহাতের কবজির রগ কাটা ছিল। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত সৌরভ হোসেন (১৮) পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি এ বছর উপজেলার সড়াইল আদর্শ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান সৌরভ হোসেন। এরপর নিজের শোবার ঘরে ঘুমাতে যান তিনি। রাত ১০টার দিকে সৌরভের শোবার ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মা দেখেন ছেলে নেই। এরপর সৌরভের মোবাইলে ফোন দেওয়া হলেও সে ধরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সৌরভের বাড়ির নিকটবর্তী ধানখেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সৌরভের বলে শনাক্ত করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সৌরভের মা সামছুন্নাহার বলেন, ‘আমার ছেলেকে ধানখেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে এবং বাম হাতের রগ কেটে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে হত্যা করেছে, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বেলা ৩টা পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
ওসি আরও বলেন, সৌরভের বাঁহাতের কবজির রগ কাটা ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে; ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তা বলা যাবে না।

জয়পুরহাটে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটির বাঁহাতের কবজির রগ কাটা ছিল। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত সৌরভ হোসেন (১৮) পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি এ বছর উপজেলার সড়াইল আদর্শ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান সৌরভ হোসেন। এরপর নিজের শোবার ঘরে ঘুমাতে যান তিনি। রাত ১০টার দিকে সৌরভের শোবার ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মা দেখেন ছেলে নেই। এরপর সৌরভের মোবাইলে ফোন দেওয়া হলেও সে ধরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সৌরভের বাড়ির নিকটবর্তী ধানখেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সৌরভের বলে শনাক্ত করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সৌরভের মা সামছুন্নাহার বলেন, ‘আমার ছেলেকে ধানখেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে এবং বাম হাতের রগ কেটে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে হত্যা করেছে, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বেলা ৩টা পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
ওসি আরও বলেন, সৌরভের বাঁহাতের কবজির রগ কাটা ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে; ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তা বলা যাবে না।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৬ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে