জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ব্যবসায়ী আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রূপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, একই উপজেলার পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মো. কালাম।
বাকিরা হলেন—রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, গোড়াঘাট উপজেলার রূপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল।
এদের মধ্যে রায় ঘোষণার সময় মোর্শেদুল হাসান মশিউর ও মো. আজিজুল নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. বদরুল ইসলাম হোদা।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আলী হাসান বাবু একটি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করতেন। এর পাশাপাশি পাইকরদরিয়া গ্রামে তিনি স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচবিবি উপজেলার কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা তাঁকে হত্যা করেন। এরপর তাঁর লাশ এবং মোটরসাইকেল নিকটবর্তী একটি নদীতে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে এবং এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর, আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাটে ব্যবসায়ী আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার রূপসীপাড়ার নজিবর রহমানের ছেলে আসাদুল, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের হাসানের ছেলে মজিবর রহমান, একই উপজেলার পাইকড় দরিয়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর গ্রামের ফুলমিয়ার ছেলে আব্দুল হান্নান, একই গ্রামের মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, জোরা তেলখোর খাসপাড়া গ্রামের মৃত হেমায়েত ফকিরের ছেলে মো. কালাম।
বাকিরা হলেন—রেজাউলের ছেলে খায়রুল ইসলাম, শিয়ারা গোবিন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. বাবু, জোরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল, গোড়াঘাট উপজেলার রূপসী পাড়ার মোজাহার আলীর ছেলে মোর্শেদুল হাসান মশিউর ও জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর ধোপাপাড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মো. আজিজুল।
এদের মধ্যে রায় ঘোষণার সময় মোর্শেদুল হাসান মশিউর ও মো. আজিজুল নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. বদরুল ইসলাম হোদা।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আলী হাসান বাবু একটি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষকতা করতেন। এর পাশাপাশি পাইকরদরিয়া গ্রামে তিনি স্টকের ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচবিবি উপজেলার কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা তাঁকে হত্যা করেন। এরপর তাঁর লাশ এবং মোটরসাইকেল নিকটবর্তী একটি নদীতে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ এবং তাঁর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে এবং এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর, আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে