পাবনা প্রতিনিধি

স্বামী-স্ত্রী পরস্পরের পরিকল্পনায় প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে নিজের বাসায় নিয়ে তোলা হয় আপত্তিকর ছবি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তাঁরা।
এমনই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়া মহল্লার মোশারফ শেখের ছেলে শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তাঁর স্ত্রী মুক্তা খাতুন।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন এক ব্যক্তি। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীতে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুক্তা খাতুন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন মুক্তা। পরবর্তীতে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় নিয়ে যান।
বাসায় নিয়ে গিয়ে ব্যবসায়ীকে ডাইনিং রুমে আটকে রাখেন মুন্না হোসেন এবং মুক্তা খাতুনসহ তাদের ২ / ৩ জন সহযোগী। এরপর সহযোগীদের মাধ্যমে জোরপূর্বক ওই ব্যবসায়ীর আপত্তিকর করে ছবি তোলেন। এ সময় তাঁকে কিল-ঘুষি, চড়থাপ্পড়, লাথি, কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।
পুলিশ সুপার জানান, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং আপত্তিকর ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজারসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন। এরপর ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। পরবর্তীতে ২০ হাজার টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর গত বৃহস্পতিবার অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দিনই জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বামী-স্ত্রী পরস্পরের পরিকল্পনায় প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে নিজের বাসায় নিয়ে তোলা হয় আপত্তিকর ছবি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তাঁরা।
এমনই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়া মহল্লার মোশারফ শেখের ছেলে শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তাঁর স্ত্রী মুক্তা খাতুন।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন এক ব্যক্তি। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীতে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুক্তা খাতুন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন মুক্তা। পরবর্তীতে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় নিয়ে যান।
বাসায় নিয়ে গিয়ে ব্যবসায়ীকে ডাইনিং রুমে আটকে রাখেন মুন্না হোসেন এবং মুক্তা খাতুনসহ তাদের ২ / ৩ জন সহযোগী। এরপর সহযোগীদের মাধ্যমে জোরপূর্বক ওই ব্যবসায়ীর আপত্তিকর করে ছবি তোলেন। এ সময় তাঁকে কিল-ঘুষি, চড়থাপ্পড়, লাথি, কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।
পুলিশ সুপার জানান, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং আপত্তিকর ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজারসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন। এরপর ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। পরবর্তীতে ২০ হাজার টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর গত বৃহস্পতিবার অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দিনই জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্যান্য কর্মকর্তারা।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে