নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন করা হয়েছে। দুটি পরীক্ষাতেই পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন।
শিক্ষার্থীরা জানায়, প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর। প্রথমপত্রে এই প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা দ্বিতীয়পত্রের জন্য এই প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। অথচ এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নের বিকল্প লেখার মতোও কোনো সুযোগ ছিল না।
এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটি পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কী বলা যায়? এমন লেখাপড়ার কী দরকার?’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘প্রশ্ন প্রণয়নের সময় অন্তত পাঁচটি জায়গায় এটি দেখা হয়। কোনো জায়গায় এত বড় ভুল ধরা পড়ল না? এটা কোনো কথা হলো নাকি? এটা নিছকই ভুল নয়, শিক্ষার্থীদের সঙ্গে অপরাধ করা হয়েছে। যথাযথ তদন্ত করে এর বিচার হওয়া উচিত। তা না হলে এ রকম ঘটতেই থাকবে।’
জানতে চাইলে রাজশাহী শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। এর সঙ্গে আন্তশিক্ষা বোর্ডও জড়িত থাকতে পারে। আমি আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। এখন তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন করা হয়েছে। দুটি পরীক্ষাতেই পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন।
শিক্ষার্থীরা জানায়, প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর। প্রথমপত্রে এই প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা দ্বিতীয়পত্রের জন্য এই প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। অথচ এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নের বিকল্প লেখার মতোও কোনো সুযোগ ছিল না।
এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটি পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কী বলা যায়? এমন লেখাপড়ার কী দরকার?’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘প্রশ্ন প্রণয়নের সময় অন্তত পাঁচটি জায়গায় এটি দেখা হয়। কোনো জায়গায় এত বড় ভুল ধরা পড়ল না? এটা কোনো কথা হলো নাকি? এটা নিছকই ভুল নয়, শিক্ষার্থীদের সঙ্গে অপরাধ করা হয়েছে। যথাযথ তদন্ত করে এর বিচার হওয়া উচিত। তা না হলে এ রকম ঘটতেই থাকবে।’
জানতে চাইলে রাজশাহী শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। এর সঙ্গে আন্তশিক্ষা বোর্ডও জড়িত থাকতে পারে। আমি আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। এখন তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে