পাবনা প্রতিনিধি

পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।
কিশোর হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’
এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।
কিশোর হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’
এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে