আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁনচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক একই গ্রামের বাসিন্দা।
কৃষক সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গরিব মানুষ বর্গা জমি নিয়ে চাষাবাদ করি। গ্রামের শেষ প্রান্তে একটি জমিতে ধান কেটে স্তূপ করে রেখেছিলাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে বিষয়টি আমি জানতে পারি। এরপর সেখানে গিয়ে দেখি দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়ে গেছে। স্থানীয় লোকজন পানি দিয়েও রক্ষা করতে পারেনি। এতে আমার প্রায় ৪০ মণের মতো ধান নষ্ট হয়েছে।’
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ‘গভীর রাতে কে বা কারা কৃষক সিদ্দিকের দুই বিঘা পাঁচ কাটা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করেছে। আমরা পানি দিয়েও তা রক্ষা করতে পারিনি। কৃষক সিদ্দিক খুবই নিরীহ একজন মানুষ। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁনচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক একই গ্রামের বাসিন্দা।
কৃষক সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গরিব মানুষ বর্গা জমি নিয়ে চাষাবাদ করি। গ্রামের শেষ প্রান্তে একটি জমিতে ধান কেটে স্তূপ করে রেখেছিলাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে বিষয়টি আমি জানতে পারি। এরপর সেখানে গিয়ে দেখি দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়ে গেছে। স্থানীয় লোকজন পানি দিয়েও রক্ষা করতে পারেনি। এতে আমার প্রায় ৪০ মণের মতো ধান নষ্ট হয়েছে।’
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ‘গভীর রাতে কে বা কারা কৃষক সিদ্দিকের দুই বিঘা পাঁচ কাটা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করেছে। আমরা পানি দিয়েও তা রক্ষা করতে পারিনি। কৃষক সিদ্দিক খুবই নিরীহ একজন মানুষ। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
৫ মিনিট আগেভবন নির্মাণের পর আর তেমন কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনগুলো ভেঙে পড়ার মতো ঝুঁকিতে রয়েছে। একাডেমিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত ছাত্রদের আবাসিক হোস্টেলে বড় বড় ফাটল থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের সময় পলেস্তারা খসে পড়ে, কোথাও কোথাও রড বের হয়ে গেছে।
৪০ মিনিট আগে২০১৯ সালের গোড়ায় মডেল মসজিদের কাজ শুরু হয়। এখন ২০২৫ সালের মাঝামাঝি চলছে, প্রায় সাত বছর পার হলেও ৮০ শতাংশ কাজও শেষ হয়নি। অথচ তিন বছরের চুক্তিতে কাজ শুরু হয়েছিল।”
১ ঘণ্টা আগেজমানো পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। দ্রুত পৌর শহরের অর্ধলাখ মানুষকে রক্ষায় কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে পৌর কর্তৃপক্ষ পানি নিস্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন
১ ঘণ্টা আগে