
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে পোলট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে একটি কক্ষে আটকে রেখে বিপুল স্বর্ণালংকার, টাকা ও দামি ঘড়ি লুট করে।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে জামালগঞ্জ বাজারসংলগ্ন পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে অবস্থিত ‘মিশু নীড়’ নামের দোতলা বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় ৫ লাখ টাকা, দেড় শ ভরি স্বর্ণালংকার ও তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি নিয়ে গেছে। তবে এ ঘটনায় করা মামলায় ৩০ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা ও ছয়টি ঘড়ির কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ইসমাইল হোসেন টুকুর ছেলে রাসেল হোসেন বলেন, ‘পুলিশ যেভাবে আমাদের বলেছে, সেভাবেই আমরা মামলা করেছি। স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয়, আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।’ শনিবার সকালে জয়পুরহাটের সার্কেল এএসপি আরিফ হোসেন ও আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে শনিবার সকাল ১০টায় ইসমাইল হোসেন টুকুর সুরম্য বাসায় গিয়ে দেখা গেছে, রান্নাঘরের একটি জানালার গ্রিল খোলা রয়েছে। ইসমাইল হোসেনের স্বজন ও প্রতিবেশীরা বাসায় ভিড় করছিলেন।

ডাকাতির বিষয়ে গৃহকর্ত্রী বিলকিস আরা বলেন, ‘মুখোশধারী পাঁচজন ডাকাত আমাদের ঘরে ঢুকেছিল। একজন বাইরে পাহারা দিচ্ছিল। ডাকাতেরা আমাকে ও আমার স্বামীকে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তাঁরা আমাদের মারধর করে একটি ঘরে আটকে রাখে। প্রথম তলায় আমরা স্বামী-স্ত্রী থাকি। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকে। আমার ঘরের আলমারিতে প্রায় ৫ লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণ ও আমার ছেলের ঘরে আরও ৫০ ভরি স্বর্ণ ছিল। ডাকাতেরা সব স্বর্ণালংকার, দামি ঘড়ি নিয়ে পালিয়ে গেছে।’
এ বিষয়ে গৃহকর্তা ইসমাইল হোসেনের ছেলে রাসেল বলেন, ‘আমি বগুড়া ছিলাম। বাসায় ডাকাতির কথা জেনে ছুটে এসেছি। ডাকাতেরা আমার মা-বাবাকে মারধর করেছে। বাসার সিসি ক্যামেরা ফুটেজে ডাকাতদের দেখা গেছে। ডাকাত দলের সদস্যদের সবার মুখ বাঁধা ছিল। তাঁদের হাতে চাপাতি ছিল। ডাকাতদের সবার বয়স ৩০-এর মধ্যে হবে বলে মনে হচ্ছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় টাকা, তিন লাখ টাকার ছয়টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।’
গৃহকর্ত্রী বিলকিস আরা দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের দেড় শ ভরি স্বর্ণালংকার লুট করেছে, এমন প্রশ্নে ওসি মাসুদ রানা বলেন, ‘প্রথমে এ রকম কথা আমাদেরও বলেছিল। তবে গৃহকর্তা ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। তিনি মামলার এজাহারেও ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে