কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার রায়গঞ্জহাটের পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তাঁর ভাই তারেক রহমান (৫৫), তাড়াশের ভাটরা এলাকার নুরুল আলমের ছেলে মো. রেজাউল করিম (৬৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আব্দুল মজিদ (৫৫) ও একই এলাকার মৃত মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাবিব বলেন, দুর্ঘটনার ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামের দুজনকে এখানে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায়ই আনা হয়েছিল। আরেকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় মারা যান।
তা ছাড়া নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিয়ামুল করিম বলেন, জাহাঙ্গীর (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ঘটনার পরপরই এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে পরে ফোনে তাঁকে আর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার রায়গঞ্জহাটের পাংগাসি এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটরা এলাকার মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তাঁর ভাই তারেক রহমান (৫৫), তাড়াশের ভাটরা এলাকার নুরুল আলমের ছেলে মো. রেজাউল করিম (৬৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আব্দুল মজিদ (৫৫) ও একই এলাকার মৃত মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত তিনজনকে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাবিব বলেন, দুর্ঘটনার ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামের দুজনকে এখানে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায়ই আনা হয়েছিল। আরেকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় মারা যান।
তা ছাড়া নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিয়ামুল করিম বলেন, জাহাঙ্গীর (৫৫) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ঘটনার পরপরই এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে পরে ফোনে তাঁকে আর পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে