Ajker Patrika

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২১: ৩৪
মৃত ডলফিন। ছবি: সংগৃহীত
মৃত ডলফিন। ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে একটি মৃত ডলফিন তীরে ভেসে এসেছে। রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাজশাহী নগরের তালাইমারী ফুলতলা ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে মৃত ডলফিনটি খুঁজে পান। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, কোনো নৌযানের প্রপেলারের আঘাতে অন্তত দুদিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

এর আগে আজ শুক্রবার সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন তাঁর ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড করেন। এরই সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ফুট লম্বা ডলফিনটির বয়স এক বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, একটি ডলফিন এক বছর পর্যন্ত তার মায়ের তত্ত্বাবধানে থাকে এবং দুধ পান করে। ডলফিনের বাচ্চা জন্মের সময় সাধারণত ৭০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা হয়, আর এটি প্রায় ১০০ সেন্টিমিটার হওয়ায় এর বয়স এক বছরের মধ্যে হবে।

বোরহান বিশ্বাস বলেন, রাজশাহীতে এর আগে জালে আটকে পড়ে মারা যাওয়া ডলফিনের নজির রয়েছে, তবে এই প্রথম কোনো ডলফিন প্রপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা সামনে এল। হালদা নদীতে প্রপেলারের আঘাতে ইরাবতী ডলফিন মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও পদ্মা নদীতে এমন ঘটনা নতুন। এটি ‘গাঙ্গেয় শুশুক’ বা নদী ডলফিন প্রজাতির।

জলজ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এই ডলফিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।

বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ডলফিনটি অন্তত দুদিন আগে মারা গেছে। তিনি জানান, এটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই, তাই পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর কবির নদীতে মাছ ধরার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে অনুরোধ করে বলেন, কোনোভাবে ডলফিন জালে আটকা পড়লে দয়া করে এটি পরম যত্নে আবার নদীতে অবমুক্ত করে দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত