নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হয়েছেন আকরাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে নগরের তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আকরামের মরদেহ যখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে, তখন কান্নাভেজা চোখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে আলফি আক্তার।
আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। আলফি শহরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলছে শিরোইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে। আলফিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে খুন হন তার বাবা। তালাইমারি এলাকার বাসিন্দা আকরাম হোসেন পেশায় একজন বাসচালক ছিলেন।
এই হত্যার ঘটনায় আকরাম হোসেনের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে সাতজনের নামে মামলা করেছেন। আসামিরা হলেন, তালাইমারি বাবর আলী রোড এলাকার মো. নান্টু (২৮), মো. বিশাল (২৮), খোকন মিয়া (২৮), তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আকরাম হোসেনের স্ত্রী মুক্তি বেগম জানান, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন বখাটে নান্টুসহ কয়েকজন। গতকাল বিকেলে বখাটেরা মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে মেয়ে বাড়িতে ফিরে বিষয়টি জানালে তাঁরা নান্টুর পরিবারের কাছে অভিযোগ করেন। তখন নান্টুর পরিবার বিষয়টি তাঁকে জানায়, এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নান্টু।
মুক্তি বেগম জানান, রাত ৮টার দিকে নান্টু কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর ছেলে অনন্তকে মারধর করেন। ছেলে মার খাচ্ছে দেখে এগিয়ে গেলে স্বামী আকরাম হোসেনকেও পিটিয়ে আহত করেন তাঁরা। একপর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরাম হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে স্বামী ও ছেলেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন।
মুক্তি বলেন, ‘মেয়ের এসএসসি পরীক্ষা চলছে। সারা রাত কেঁদেছে বাবার জন্য। সকালে পরীক্ষা দিতে চাইছিল না। পরে আত্মীয়স্বজনেরা অনেক বুঝিয়ে পাঠিয়েছে। পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে গেছে।’
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘আলফি ভালো ছাত্রী। শুনেছি উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, দুপুরে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হয়েছেন আকরাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে নগরের তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আকরামের মরদেহ যখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে, তখন কান্নাভেজা চোখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে আলফি আক্তার।
আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। আলফি শহরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলছে শিরোইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে। আলফিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে খুন হন তার বাবা। তালাইমারি এলাকার বাসিন্দা আকরাম হোসেন পেশায় একজন বাসচালক ছিলেন।
এই হত্যার ঘটনায় আকরাম হোসেনের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে সাতজনের নামে মামলা করেছেন। আসামিরা হলেন, তালাইমারি বাবর আলী রোড এলাকার মো. নান্টু (২৮), মো. বিশাল (২৮), খোকন মিয়া (২৮), তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আকরাম হোসেনের স্ত্রী মুক্তি বেগম জানান, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন বখাটে নান্টুসহ কয়েকজন। গতকাল বিকেলে বখাটেরা মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে মেয়ে বাড়িতে ফিরে বিষয়টি জানালে তাঁরা নান্টুর পরিবারের কাছে অভিযোগ করেন। তখন নান্টুর পরিবার বিষয়টি তাঁকে জানায়, এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নান্টু।
মুক্তি বেগম জানান, রাত ৮টার দিকে নান্টু কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর ছেলে অনন্তকে মারধর করেন। ছেলে মার খাচ্ছে দেখে এগিয়ে গেলে স্বামী আকরাম হোসেনকেও পিটিয়ে আহত করেন তাঁরা। একপর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরাম হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে স্বামী ও ছেলেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন।
মুক্তি বলেন, ‘মেয়ের এসএসসি পরীক্ষা চলছে। সারা রাত কেঁদেছে বাবার জন্য। সকালে পরীক্ষা দিতে চাইছিল না। পরে আত্মীয়স্বজনেরা অনেক বুঝিয়ে পাঠিয়েছে। পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে গেছে।’
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘আলফি ভালো ছাত্রী। শুনেছি উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, দুপুরে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে