নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অনেক সময় পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে পুলিশ মামলা করে বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজশাহীতেও এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ ওঠে। তবে রাজশাহী নগর পুলিশের (আরএমপির) নতুন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ‘পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে কোনো মামলা হবে না। কেউ যদি সত্যিই মাদকসহ ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পুলিশ মামলা করবে। এর ব্যতিক্রম ঘটবে না।’
আরএমপিতে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় সাংবাদিকেরা আইনশৃঙ্খলাসংক্রান্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার প্রসঙ্গটিও তখন উঠে আসে।
এ সময় পুলিশ কমিশনার আশ্বস্ত করে বলেন, সীমান্তবর্তী এই জেলায় মাদকের আগ্রাসন আছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, ‘মাদকদ্রব্য দিয়ে কোনো মানুষকেই হয়রানি করা হবে না। কেউ এ ধরনের কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ‘সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে আরএমপির সিআরটি বো বোম্ব ডিসপোজাল টিমকে আধুনিক প্রশিক্ষণ ও উন্নত সরঞ্জামে আরও শক্তিশালী করা হবে।’ অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের কার্যক্রম জোরদার ও গতিশীল করার ইচ্ছার কথাও জানান পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার প্রমুখ। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনেক সময় পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে পুলিশ মামলা করে বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজশাহীতেও এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ ওঠে। তবে রাজশাহী নগর পুলিশের (আরএমপির) নতুন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ‘পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে কোনো মামলা হবে না। কেউ যদি সত্যিই মাদকসহ ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পুলিশ মামলা করবে। এর ব্যতিক্রম ঘটবে না।’
আরএমপিতে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় সাংবাদিকেরা আইনশৃঙ্খলাসংক্রান্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার প্রসঙ্গটিও তখন উঠে আসে।
এ সময় পুলিশ কমিশনার আশ্বস্ত করে বলেন, সীমান্তবর্তী এই জেলায় মাদকের আগ্রাসন আছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, ‘মাদকদ্রব্য দিয়ে কোনো মানুষকেই হয়রানি করা হবে না। কেউ এ ধরনের কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ‘সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে আরএমপির সিআরটি বো বোম্ব ডিসপোজাল টিমকে আধুনিক প্রশিক্ষণ ও উন্নত সরঞ্জামে আরও শক্তিশালী করা হবে।’ অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের কার্যক্রম জোরদার ও গতিশীল করার ইচ্ছার কথাও জানান পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার প্রমুখ। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে