
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার কিশোরী কন্যাকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এ ছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডা. রাজুর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে আজ সকাল ১০টায় ওই চিকিৎসকের দ্রুত বহিষ্কার, গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে প্যারিস রোডে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। তাতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা মহিলা ক্লাব ও বাংলাদেশ মহিলা পরিষদ। কর্মসূচিতে চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে রাজুর দ্রুত বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন। পরে প্রক্টর, জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়।
এর আগে গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরী কন্যাকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ডা. রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় পরদিন সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সফিকুন্নবী সামাদী বলেন, ‘আজকের এই কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের মানববন্ধন হয়েছে। মোট কথা, আমরা অভিযুক্ত রাজু আহমেদকে এই ক্যাম্পাসে আর চাই না।’ আজকের মধ্যে সাসপেন্ড অর্ডার না এলে তিনি চিকিৎসা কেন্দ্র ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বোরাক আলীর সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সভাপতি রাশেদা খালেক, রাজশাহী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান, বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা প্রমুখ।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৮ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩৩ মিনিট আগে