পাবনা প্রতিনিধি

পদ্মাসেতু দিয়ে পার না হলে বিএনপির জন্য বিকল্প ফেরির ব্যবস্থা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আজ শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র উতরিয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। তারা যদি পদ্মা সেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে নৌপথে পার হতে ফেরির ব্যবস্থা করা আছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন। বিএনপি হুমকি দিয়েছে আন্দোলন করে আগামী নির্বাচন হতে দেবে না, এই সরকারের পতন করাবে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। আগামী নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।’
এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তার বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
এ সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সম্মেলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

পদ্মাসেতু দিয়ে পার না হলে বিএনপির জন্য বিকল্প ফেরির ব্যবস্থা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আজ শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র উতরিয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। তারা যদি পদ্মা সেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে নৌপথে পার হতে ফেরির ব্যবস্থা করা আছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন। বিএনপি হুমকি দিয়েছে আন্দোলন করে আগামী নির্বাচন হতে দেবে না, এই সরকারের পতন করাবে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। আগামী নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।’
এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তার বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
এ সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সম্মেলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে