নাটোর প্রতিনিধি

আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর জেলার নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে বিশেষ একটি ট্রেন। ট্রেনটি দুপুর ১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ট্রেনটিতে চেপে অন্তত ১০ হাজার নেতা-কর্মী রাজশাহী যাবেন বলে জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল শনিবার বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধিসভায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতিমধ্যে বিশেষ এই ট্রেনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বিশেষ এই ট্রেন সম্পর্কে বলেন, ‘ট্রেনটি দুপুর ১টায় নাটোরের মাধনগর থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে, যাতে ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী বহন করতে পারবে। এর বাইরে আরও প্রায় ৩০ হাজার নেতা-কর্মী বাস ও ট্রাকযোগে অনুষ্ঠানে যোগ দেবেন।’
দলীয় অনুষ্ঠানে ট্রেন ব্যবহার করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এতে কোনো অসুবিধা দেখছি না। একটি বিশেষ ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দ নেওয়া হয়েছে। যাত্রী বহনের বিনিময়ে নির্ধারিত ভাড়া দেওয়া হবে। আশা করি নিয়মিত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না।’
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমাদের টার্গেট ৪৫ হাজার নেতা-কর্মী ২৯ জানুয়ারি রাজশাহীর সমাবেশে যাবেন। আমরা নেতা-কর্মীদের যাতায়াতের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। আশা করি জনসমাগম আরও বেশি হবে।’

আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর জেলার নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে বিশেষ একটি ট্রেন। ট্রেনটি দুপুর ১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ট্রেনটিতে চেপে অন্তত ১০ হাজার নেতা-কর্মী রাজশাহী যাবেন বলে জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল শনিবার বিকেলে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধিসভায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতিমধ্যে বিশেষ এই ট্রেনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বিশেষ এই ট্রেন সম্পর্কে বলেন, ‘ট্রেনটি দুপুর ১টায় নাটোরের মাধনগর থেকে ছেড়ে নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর ও ইয়াছিনপুরে পাঁচটি স্টেশনে থামবে, যাতে ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী বহন করতে পারবে। এর বাইরে আরও প্রায় ৩০ হাজার নেতা-কর্মী বাস ও ট্রাকযোগে অনুষ্ঠানে যোগ দেবেন।’
দলীয় অনুষ্ঠানে ট্রেন ব্যবহার করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এতে কোনো অসুবিধা দেখছি না। একটি বিশেষ ট্রেন রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাদ্দ নেওয়া হয়েছে। যাত্রী বহনের বিনিময়ে নির্ধারিত ভাড়া দেওয়া হবে। আশা করি নিয়মিত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না।’
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমাদের টার্গেট ৪৫ হাজার নেতা-কর্মী ২৯ জানুয়ারি রাজশাহীর সমাবেশে যাবেন। আমরা নেতা-কর্মীদের যাতায়াতের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। আশা করি জনসমাগম আরও বেশি হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১১ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে