জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।

জয়পুরহাটে শিশু শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা মামলায় সৎমা ফিরোজা আকতার রিভাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের দ্বিতীয় স্ত্রী।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলা থেকে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিনের পক্ষে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এই অবস্থায় মাহফুজার রহমান গোপনে রিভাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। এ ঘটনার পর রিভা সতিনকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য কুমতলব করেন।
২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে রিভা সতিনের সাড়ে তিন বছরের শিশু আব্দুর রহমান শাফিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এই অবস্থায় শাফিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা ইয়াসমিন বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় তাঁর স্বামী মাহফুজার, সতিন ফিরোজাসহ চারজনের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু সৎমায়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফিরোজা চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহীদুল ইসলাম-১।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৫ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৩ মিনিট আগে