সিরাজগঞ্জ থেকে রিমন রহমান

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
২৪ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে