সিরাজগঞ্জ থেকে রিমন রহমান

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান শরীফ কলেজ ক্যানটিনে খাবার খেতেন। কিন্তু প্রায়ই তিনি টাকা দিতেন না। এভাবে বাকির খাতায় হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বকেয়া টাকা চাইলে তিনি ক্যানটিন মালিক স্বপন ইসলামকে পিস্তল বের করে ভয় দেখাতেন। বলতেন, ‘টাকা চাইলে গুলি করে দেব।’
গতকাল সোমবার বিকেলে ক্লাস নেওয়ার একপর্যায়ে ওই শিক্ষক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি চালান। তাতে আরাফাত আমিন আহত হন। এ ঘটনার পর রায়হান শরীফকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে কথা হয় কলেজ ক্যানটিনের মালিক স্বপন ইসলামের সঙ্গে। বাকির খাতা বের করে তিনি দেখান, ‘ডা. রায়হান স্যার’ লেখা এক পাতায় তাঁর বকেয়া ১১ হাজার ৯৭৫ টাকা। এর মধ্যে ১১ জানুয়ারি জের হিসেবে লেখা আছে ৩ হাজার ৬৮০ টাকা। পরে আবার বাকি লেখা হয়েছে ৭ হাজার ৬৫ টাকা। এরপর ২ মার্চ ৩৫০ টাকা ও ৩ মার্চ ২৮০ টাকা বাকি লেখা হয়েছে।
স্বপন ইসলাম বলেন, ১০ মাস আগে তিনি এই ক্যানটিন ইজারা নিয়েছেন। এরপর থেকেই রায়হান শরীফ বাকি খান। যেদিন মন চায়, সেদিন টাকা দেন। মন না চাইলে দেন না। এই ১০ মাসে তাঁকে বাকির খাতায় লিখতে হয়েছে ১১ হাজার ৯৭৫ টাকা।
স্বপন ইসলাম বলেন, ‘টাকা চাইলে কয় পরে দিমু। ধমক দেয়। পিস্তল দেখায় মাঝেমধ্যে। খাইতে বসলে টেবিলের ওপর পিস্তল রাখে। চাক্কু রাখে। পোলাপান খাবার দিতে একটু দেরি করলে কয়, “তাড়াতাড়ি খাবার লিয়া আই, না হইলে গুলি করমু।” পোলাপান আইসা কয় যে, ওইখানে খাবার দিতে যাব না। গুলি করে মারতে চায়।’
স্বপন বলেন, ‘কাইল এই শিক্ষকে ছাত্রোক গুলি করিছে। অ্যারপর থাইকা তো পুলিশ অ্যারেস্ট করেছে। এখুন আমি গরিব মানুষ, টাকা তো আর পামু না। আমার তো ব্যবসার ক্ষতি।’
শিক্ষার্থী আরাফাত আমিনকে গুলি করার ঘটনায় রায়হান শরীফের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অপরাধে, অন্যটি ছাত্রকে গুলি করার ঘটনায়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে