জয়পুরহাট ও আক্কেলপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ বিভিন্ন মামলার আসামি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলা শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোলাম মাহফুজের বাড়ি আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম রছুল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানায় এলাকায় মেহেদী নামের এক অটোচালক গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
ওসি শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার বেশির ভাগে গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গতকাল গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ বিভিন্ন মামলার আসামি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলা শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোলাম মাহফুজের বাড়ি আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম রছুল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানায় এলাকায় মেহেদী নামের এক অটোচালক গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
ওসি শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার বেশির ভাগে গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গতকাল গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে